Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

জেলা প্রাথমিক শিক্ষা অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন একটি প্রশাসনিক প্রতিষ্ঠান।এই প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারী, বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে শিক্ষক/শিক্ষিকাদের অবসরগ্রহণ পর্যন্ত যাবতীয় প্রশাসনিক কার্যাদি সম্পন্ন হয়ে থাকে।

বর্তমানে চুয়াডাঙ্গা জেলায় ০৪টি উপজেলার আওতায় ১৮টি ক্লাস্টার,৮৭টি সাব-ক্লাস্টার(সদর-২২,আলমডাঙ্গা-২৭,দামূড়হুদা-২৩ ও জীবন নগর-১৫)৪৪৪ টি সরকারী , আন রেজিঃ ০৭টি,উচ্চ বিদ্যালয় সংযুক্ত ০৩ টি,কমিউনিটি ০০ টি, স্বতন্ত্র ইবতেদায়ী ০৪টি,উচ্চ মাদ্রাসা সংযুক্ত ৪১ টি, শিশু কল্যান ০২টি,এনজিও পরিচালিত পূর্ণাঙ্গ ১১টি,পরীক্ষণ ০১টি,কিন্ডার গার্টেন ১৪৭টি , রস্ক ৯৬টি সহ মোট ৭৭৮ টি প্রাথমিক বিদ্যালয় বিদ্যমান।

 সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনুমোদিত পদ ৩৭৪টি তন্মধ্যে কর্মরত আছে ২৭৮জন সহকারী শিক্ষকের অনুমোদিত পদ সংখ্যা- ২৪২৭টি তন্মধ্যে কর্মরত রয়েছেন ২৪১৩জন। সর্বমোট অনুমোদিত পদ ২৮০১টি তন্মধ্যে কর্মরত রয়েছেন ২৬৯১জন।

১২ ক্যাটাগরীর প্রাথমিক বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা১,৭৩,৯৯৬ জন ২০১ সনের সমাপনী পরীক্ষার্থী সাধারণ প্রাথমিক ১৯,৮০৮ জন এবং মাদ্রাসা প্রাথমিক ১৬,০৯ জন এবং পাসের হার যথাক্রমে ৯৭-০৮% ও ৯১-৭৪%।

ল্যাপটপ্ প্রাপ্ত স্কুল ৩৯৪টি এবং প্রজেক্টর প্রাপ্ত ১৫০টি।

অবস্থান মানচিত্র