সকল শিক্ষার্থীর ছবিসহআইডিকার্ড ও ডাটাবেজ প্রণয়নসহপ্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনাএবং অবকাঠামো নির্মাণ নিশ্চিতকরার জন্য পদক্ষেপ গ্রহণ করাহবে। ঝরে পড়া ও স্কুল বর্হিভুতশিশুদের বিদ্যালয়ে আনয়ন এবংতাদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণেরজন্য সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণকরা হবে। সকল শিশুর জন্য সমতাভিত্তিকও মানসন্মত শিক্ষা নিশ্চিতকরার জন্য সরকারের গৃহীত পদক্ষেপবাস্তবায়নের পাশাপাশি স্থানীয়পর্যমত্ম উদ্ভাবনী কার্যক্রমগ্রহণ করা হবে।